Bangladesh Pratidin

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০১৭ ১১:৪০ অনলাইন ভার্সন
চাঁদ ও পৃথিবীর যুগলবন্দী
অনলাইন ডেস্ক
চাঁদ ও পৃথিবীর যুগলবন্দী

নাসার সবথেকে শক্তিশালী টেলিস্কোপে একসঙ্গে ধরা পড়ল পৃথিবী ও চাঁদ। মঙ্গলের কক্ষপথ থেকে তোলা ছবিটি দেখে স্পষ্ট বোঝা যায় কোনটি পৃথিবী আর কোনটি চাঁদ। দুটির আলোর মধ্যে পার্থক্যও বোঝা যায়। পৃথিবী থেকে চাঁদের আলোকিত দিকটি শুধু দেখা যায়। বাকি অংশটা কেমন দেখতে লাগে তা জানার জন্যই এই ছবিটি তোলা হয়েছিল। 

দূর থেকে চাঁদের থেকে পৃথিবীই অনেক স্পষ্ট ও উজ্জ্বল দেখতে। চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব এই ছবিতে বাস্তবের থেকে বেশি বলে মনে হয়। ছবিটি তোলার সময় পৃথিবীর ঠিক পিছনেই চাঁদের অবস্থান ছিল। কারণ নাসার বিজ্ঞানীরা সেই পরিকল্পনা নিয়েই ছবিটি তোলেন।  

ছবিটিতে দেখা পৃথিবীর সামনের দিকে মাঝখানে একটি লাল অংশ দেখা যায়। সেই অংশটি হল অস্ট্রেলিয়া। গত বছরের ২০ নভেম্বর ছবিটি তোলার সময় মঙ্গল ও পৃথিবীর মধ্যে দূরত্ব ছিল ২০৫ মিলিয়ন কিলোমিটার।

 

বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/ফারজানা

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow