১২ জানুয়ারি, ২০১৭ ১৪:০৪

আমেরিকার ভয়ঙ্কর মাইক্রো ড্রোন!

অনলাইন ডেস্ক

আমেরিকার ভয়ঙ্কর মাইক্রো ড্রোন!

প্রতীকী ছবি

শত্রুকে ধ্বংস করতে এবার পেন্টাগন আনতে চলেছে রোবট পঙ্গপাল বাহিনী বা মাইক্রো ড্রোনের ঝাঁক, যা নিমেষে ধ্বংস করে দেবে শত্রুপক্ষকে৷ সোমবার, একটি বিবৃত্তির মাধ্যমে পেন্টাগন মাইক্রো-ড্রোনের একটি ঝাঁকের পরীক্ষা সফল হয়েছে বলে জানায়৷

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই পরীক্ষা করা হয় বলে জানান এক সেনা কর্মকর্তা৷ ৩টি এফ/এ-১৮ সুপার হর্নেট বিমান থেকে ১০৩টি মাইক্রো ড্রোনের একটি ঝাঁক ছাড়া হয়৷ অতি ক্ষুদ্র এই ড্রোনগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তৈরি৷ কোনো নির্দেশ ছাড়াই এরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে একটি দল হিসেবে কাজ করে৷ শত্রু পক্ষ কিছু বুঝে উঠার আগেই এরা ঝাঁপিয়ে পড়ে ট্যাঙ্ক, মিসাইল সব ধ্বংস করে দেয়৷

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর