১৯ জানুয়ারি, ২০১৭ ১৪:৫৬

স্যামসাংয়ের মালিক জি ইয়ংয়ের গ্রেফতারি পরোয়ানা নাকচ

অনলাইন ডেস্ক

স্যামসাংয়ের মালিক জি ইয়ংয়ের গ্রেফতারি পরোয়ানা নাকচ

স্যামসাং গ্রুপের ভাইস চেয়ারম্যান লি জি ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা ঘুষ কেলেঙ্কারি ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা নাকচ করে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার আদালত।

গত বুধবার মামলার শুনানি শেষে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশটির আদালতে প্রসিকিউটরের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা নাকচ করে দেওয়া হয়।

স্যামসাংয়ের মূল কর্ণধার লি কুন হি’র ছেলে লি জি ইয়ং বর্তমানে দেশটিতে অন্যতম ক্ষমতাশালী ব্যবসায়ী। ইতোপূর্বে জিজ্ঞাসাবাদে লি জি ইয়ং স্বীকার করেছিলেন, প্রেসিডেন্ট পার্কের চাপে মিরে এবং কে স্পোর্টস ফাউন্ডেশনকে অর্থদান করেছেন। এই দুইটি ফাউন্ডেশনে স্যামসাং ১৬ দশমিক ৫ বিলিয়ন উওন ডোনেশন দেয়। তাছাড়া ছোয়ে সুন সিলের আরো কয়েকটা কোম্পানিতে স্যামসাংয়ের অর্থদানের প্রমাণ মেলে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর