২২ জানুয়ারি, ২০১৭ ১০:১২

অনলাইন গেইমে যৌন নিপীড়নের দায়ে কারাদণ্ড

অনলাইন ডেস্ক

অনলাইন গেইমে যৌন নিপীড়নের দায়ে কারাদণ্ড

অ্যাডাম আইজ্যাক

অল্প বয়স্ক তরুণদের যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যের অ্যাডাম আইজ্যাক নামের ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আইজ্যাক যুক্তরাজ্যের মারথার টাইডফিলের অধিবাসী। অনলাইন গেইম মাইনক্র্যাফটের মাধ্যমে তিনি এই সব তরুণদের যৌন নিপীড়ন করতেন বলে জানা গেছে। খবর বিবিসির।

বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আইজ্যাক শিশুদের দিয়ে যৌন ব্যবসায়, পর্নোগ্রাফিক কর্মকাণ্ড, শিশুর উপস্থিতিতে যৌনাচার, শিশুদের যৌন কাজে অংশ নেওয়ার জন্য প্রভাবিত করত। সেই সঙ্গে সে শিশুদের নগ্ন ছবি সংরক্ষণে করত। এই সব অভিযোগ স্বীকার করেছেন তিনি। এছাড়া তিনি ছেলেদের সঙ্গে ভিডিও কলে যৌনাচার ও অজ্ঞাতপরিচয় দিয়ে ছেলেদের কাছে অশালীন ছবি প্রেরণ করতেন। সেই সঙ্গে তিনি আটটি শিশুকে যৌন নিপীড়নের দায়ও স্বীকার করে নিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী র‍্যাচেল নাইট বলেন, “আইজ্যাক পেইপ্যাল-এর মাধ্যমে ছেলেদের কাছে টাকা পাঠাতেন এবং তাদের বশে আনতে গেইমটি ব্যবহার করতেন”।

বিচারক রিচার্ড টমলো কুইবেক বলেন, “এমন হিংস্র আচরণ একটি চিন্তার বিষয় এবং মা-বাবার জন্যও উদ্বেগের”।

 

বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর