শিরোনাম
২০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৩৪

যৌন হয়রানির অভিযোগ তদন্ত করবে উবার

অনলাইন ডেস্ক

যৌন হয়রানির অভিযোগ তদন্ত করবে উবার

কর্মীদের যৌন হয়রানির অভিযোগের জরুরি তদন্ত করার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাপী অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবার। প্রতিষ্ঠানটির এক সাবেক নারী প্রকৌশলীর অভিযোগের ভিত্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

উবারের সাবেক ওই প্রকৌশলী সুসান ফ্লাওয়ার তার ব্লগে যৌন হয়রানির অভিযোগ করেন।

এই অভিযোগের প্রেক্ষাপটে উবারের প্রধান ট্রাভিস কালানিক এক বিবৃত্তিতে বলছেন, তিনি যেটা বর্ণনা করেছেন সেটা জঘন্য এবং উবারের বিশ্বাস ও মূল্যবোধের পরিপন্থী। যদি কেউ এমনটা করে থাকে বা সমর্থন দেয়, তাহলে তাকে বরখাস্ত করা হবে।

সম্প্রতি উবারে যেসব নারী কর্মীরা কাজ করছেন তাদের প্রতি কোম্পানির কর্তাব্যক্তিদের আচরণ নিয়ে নানা বিতর্ক হচ্ছে। সেই আলোচনাকেই উসকে দিয়েছেন সুসান ফ্লাওয়ার।

স্যান-ফ্রান্সিসকো ভিত্তিক এই কোম্পানিতে যোগ দেয়ার পর পরই তার নতুন ম্যানেজার অশোভন আচরণ করেন বলে তিনি জানিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল -এর হিসাব অনুযায়ী, বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ বা নতুন ব্যবসায় উদ্যোগ হলো উবার। বিশ্বের ৪৫০টির বেশি শহরে এর কার্যক্রম চালু আছে।

স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা উবার গত বছরের শেষ নাগাদ দক্ষিণ এশিয়ার ৩৩তম শহর হিসেবে ঢাকায় কার্যক্রম শুরু করে। সূত্র: বিবিসি

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর