২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:২২

হোয়াটসঅ্যাপ-ফেসবুকের কল বন্ধের দাবিতে মামলা

অনলাইন ডেস্ক

হোয়াটসঅ্যাপ-ফেসবুকের কল বন্ধের দাবিতে মামলা

হোয়াটসঅ্যাপ ও ফেসবুক কল বন্ধের দাবিতে ভারতের দিল্লি হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন এক ব্যাক্তি। এই দাবিকে সামনে রেখে জনস্বার্থে মামলাও করলেন ভিডি মূর্তি নামের ওই ব্যাক্তি। তাঁর দাবি, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ কল অনেক জটিলতা তৈরি করছে। এই জাতীয় কলের উপর নিয়ন্ত্রণ আনা উচিত।

দেশটির প্রধান বিচারপতি জি রোহিনী ও সঙ্গীতা ধিংরাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছে। ছয় সপ্তাহের মধ্যে এই ব্যাপারে হলফনামা দিতে বলা হয়েছে। 

হোয়াটসঅ্যাপ ও ফেসবুক কল নিয়ে অনেকদিন থেকেই অভিযোগ আসছিল। এর জন্য কোনো শুল্ক লাগে না। তাছাড়া, ফোন নম্বর না জানলেও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে অনেকে ফোন করছেন। যার ফলে অনেক অবাঞ্ছিত ফোন আসে। এই বিড়ম্বনা এড়ানোর জন্যই এই জাতীয় কলের ওপর নিয়ন্ত্রণ আনার দাবি জানানো হয়। তাছাড়া এই জাতীয় ফোনে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন আশঙ্কার কথাও আদালতের কাছে তুলে ধরা হয়।


বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর