২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:০৫

ঐতিহাসিক ২৫১ রুপির স্মার্টফোন পরিচালক গ্রেফতার

অনলাইন ডেস্ক

ঐতিহাসিক ২৫১ রুপির স্মার্টফোন পরিচালক গ্রেফতার

‘বিশ্বের সবচেয়ে সস্তা’ স্মার্টফোন বিক্রির ঘোষণা দেয়া ভারতের নয়ডাভিত্তিক প্রতিষ্ঠান রিংগিং বেলের পরিচালক মোহিত গোয়েলকে আটক করেছে দেশটির পুলিশ। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতারণার অভিযোগে গাজিয়াবাদ পুলিশ তাকে আটক করে বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম।

গাজিয়াবাদ ভিত্তিক আয়াম এন্টারপ্রাইজ মোহিত গোয়েলের বিরুদ্ধে ১৬ লাখ রুপি প্রতারণার অভিযোগে এফআইআর করে থানায়। অভিযোগে বলা হয়, আয়াম এন্টারপ্রাইজকে গোয়েল ও রিংগিং বেলের কর্মকর্তারা ২০১৫ সালে ফ্রিডম ২৫১ ফোনের বিপণনের দায়িত্ব দেয়। বিভিন্ন সময় এই এন্টারপ্রাইজের কাছ থেকে ৩০ লাখ রুপি নিয়েছে রিংগিং বেল। কিন্তু এখনও পর্যন্ত মাত্র ১৩ লাখ রুপির পণ্য দিয়েছে প্রতিষ্ঠানটি। আর তা পণ্য ও অর্থ মিলিয়ে রিংগিং বেলের কাছে ১৪ লাখ রুপি পাওয়ার কথা বলেছে আয়াম।

এছাড়া, পাওনা অর্থ বারবার চাইলে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগও করেছে আয়াম এন্টারপ্রাইজেসের মালিক।

গত বছরের ফেব্রুয়ারিতে ফ্রিডম ২৫১ নামের ‘বিশ্বের সবচেয়ে সস্তা’ স্মার্টফোন বিক্রির ঘোষণা দেয় রিংগিং বেল। যার দাম ধরা হয়েছিল ৪ ডলার অর্থাৎ ২৫১ রুপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর