২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:১৯

৫জি সেবা নিয়ে আসছে ভেরাইজন

অনলাইন ডেস্ক

৫জি সেবা নিয়ে আসছে ভেরাইজন

গত কয়েক বছর ধরে ৫জি সেবা চালুর চেষ্টার পর অবশেষে সফলতার মুখ দেখতে যাচ্ছে মার্কিন টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ভেরাইজন। আপাতত পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে ‘প্রাক বাণিজ্যিক সেবা’ চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভেরাইজনের মতে, একেবারে প্রান্তিক অঞ্চল থেকে শুরু হবে ৫জি সেবা। প্রাথমিকভাবে আন আরবর, মিশিগান, আটলান্টা, বার্নার্ডসভিলে, নিউ জার্সি, ব্রকটন, ম্যাসাচুয়েটস, ডালাস, ডেনভার, হস্টন, মিয়ামি, সিয়াটল, ওয়াশিংটন ডিসি ও সাকরামেন্টো শহরের গ্রাহকরা এই সেবা পাবেন। 

নতুন এই পঞ্চম-প্রজন্মের ওয়্যারলেস সেবা বর্তমানে প্রচলিত ৪জি’র তুলনায় কমপক্ষে ১০ থেকে ১০০ গুণ পর্যন্ত বেশি গতি প্রদান করতে পারবে বলে আশা করা হচ্ছে। আর এর ফলে প্রায় ১০ হাজার কোটি ডিভাইস এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে এবং ডাউনলোডের গতি গিয়ে ঠেকবে সেকেন্ডে ১০ গিগাবিট-এ।

নতুন ৫জি টাওয়ারের আওতায় থাকা গ্রাহকদের এই সেবা পরীক্ষামূলকভাবে গ্রহণের সুযোগ দেবে ভেরাইজন। ২০১৭ সালের শেষের দিকে থেকে ৫জি নেটওয়ার্ক চালু হওয়ার কথা রয়েছে। ধারাবাহিকভাবে ২০২০ সাল নাগাদ পূর্ণাঙ্গভাবে সেবাটি চালু করবে প্রতিষ্ঠানটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর