শিরোনাম
২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৩২

গুগল অ্যাপ ‘অ্যালো’ পাওয়া যাবে কম্পিউটারেও

অনলাইন ডেস্ক

গুগল অ্যাপ ‘অ্যালো’ পাওয়া যাবে কম্পিউটারেও

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সুবিধার মেসেজিং অ্যাপ ‘অ্যালো’ ব্রাউজারভিত্তিক সংস্করণ আনতে যাচ্ছে গুগল। স্মার্টফোনের পাশাপাশি এবার কম্পিউটারেও ব্যবহার করা যাবে অ্যাপটি।

মূলত, ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীদের এ সুযোগ দিতে অ্যাপটির নতুন সংস্করণ বাজারে আনা হচ্ছে বলে জানিয়েছেন গুগলের কমিউনিকেশনস প্রডাক্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিক ফক্স। তবে কবে নাগাদ এই ডেস্কটপ সংস্করণ বাজারে আসবে সেসর্ম্পকে কিছু বলেননি তিনি।

বর্তমানে গুগল হ্যাংআউট, ভয়েস, অ্যালো, ডুয়ো, ফোন এবং রিব্র্যান্ডেড অ্যান্ড্রয়েড মেসেজ সেবা দেয়। এগুলোর সবই যোগাযোগ মাধ্যম। তবে, গত সেপ্টেম্বরে হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে মেসেজিং অ্যাপটি উন্মুক্ত করে গুগল। বিল্ট ইন সার্চ ইঞ্জিন সুবিধার অ্যাপটিতে সহজে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি বার্তাবিনিময়ের সময় বিভিন্ন ইমোজি এবং স্টিকারও ব্যবহার করা যায়। এছাড়া, কৃত্রিম বৃদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট কাজে লাগিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জানারও সুযোগ আছে এখানে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর