১ মার্চ, ২০১৭ ১৩:২৮

স্বাস্থ্যসেবায় মোবাইল অ্যাপ ‘বিডিইএমআর’

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যসেবায় মোবাইল অ্যাপ ‘বিডিইএমআর’

দেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন একটি মোবাইল অ্যাপ নিয়ে এলো মেডিকেল সফটওয়্যার প্রতিষ্ঠান বিডিইএমআর। অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপ ব্যবহার করে ঘরে বসে চিকিৎসকদের পরামর্শ, সাক্ষাৎকারের সময় নির্ধারণ, স্বাস্থ্যপরীক্ষার প্রতিবেদনসহ নানা সুবিধা পাওয়া যাবে।

‘বিডিইএমআর’ নামের অ্যাপ্লিকেশনটি বুধবার (১ মার্চ) ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কানাডা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক অসিত বর্ধন ‘বাংলাদেশ ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড’ বা সংক্ষেপে ‘বিডিইএমআর’ অ্যাপটি নিয়ে কাজ করেছেন। এটি ব্যবহার করে চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট পাওয়া যাবে। এছাড়া প্রেসক্রিপশন, মেডিকেল টেস্টের রিপোর্ট, চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণও করা যাবে অ্যাপটির মাধ্যমে।
 
গুগল প্লে স্টোরে গেলে চার ক্যাটাগরির বিডিইএমআর অ্যাপ পাওয়া যাবে। এটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

অ্যাপ নির্মাতার ভাষ্য, অ্যাপটির মাধ্যমে সহজে চিকিৎসাসেবা পাওয়ার পাশাপাশি চিকিৎসাসংক্রান্ত ভোগান্তি কমবে।

বিডিইএমআর অ্যাপটি এখন শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। পরে এটি অ্যাপলের আইওএস প্লাটফর্মেও ছাড়া হবে।

 

বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর