Bangladesh Pratidin

প্রকাশ : ৩ মার্চ, ২০১৭ ১২:২৪ অনলাইন ভার্সন
সাইলেন্ট মোডে থাকা ফোনের অবস্থান জানার উপায়
অনলাইন ডেস্ক
সাইলেন্ট মোডে থাকা ফোনের অবস্থান জানার উপায়

সাইলেন্ট মোডে থাকা ফোন খুঁজে পেতে প্রথমে অন্য কোনও মোবাইল বা কম্পিউটার থেকে গুগলের ওয়েবসাইটে যান। সেখানে সার্চ বারে লিখুন 'ফাইন্ড মাই ফোন'। এর পর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন। নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।

এর পর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইজ ম্যানেজারটি 'অন' করে দিতে পারবেন। এ বার 'রিং' অপশনটি সিলেক্ট করুন। ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। আওয়াজ অনুসরণ করে ফোনটিকে খুঁজে পাবেন সহজেই।

এই পদ্ধতিতেই হারানো অ্যান্ড্রয়েড ট্যাব-ও খুঁজে পাওয়া সম্ভব। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আপনার ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে।  

 

বিডি প্রতিদিন/৩ মার্চ, ২০১৭/ফারজানা

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow