Bangladesh Pratidin

প্রকাশ : ৩ মার্চ, ২০১৭ ১৯:২৬ অনলাইন ভার্সন
আপডেট : ৬ মার্চ, ২০১৭ ১৪:০১
বাজারে আসছে ফটোগ্রাফিক ফোন
অনলাইন ডেস্ক
বাজারে আসছে ফটোগ্রাফিক ফোন
প্রতীকী ছবি

হুয়াওয়ে বাজারে দুটি অত্যাধুনিক ক্যামেরার হ্যান্ডসেট ছাড়ার কথা জানিয়েছে। আগামী এক মাসের মধ্যে ‘হুয়াওয়ে পি10’ ও ‘হুয়াওয়ে পি10 প্লাস’ নামের এ দুই হ্যান্ডসেট এশিয়ার বাজারে পাওয়া যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের হুয়াওয়ে পি10 ও পি10 প্লাস আত্মপ্রকাশের কথা জানিয়েছিল হুয়াওয়ে বিজনেস গ্রুপ। পোর্ট্রেট ফটোগ্রাফিকে নতুন মাত্রা দিতে ফোন দুটিতে রয়েছে ‘প্রফেশনাল স্টুডিও এফেক্টস’।

ফোন দুটিতে হাই-কোয়ালিটি ডিজাইনের পাশাপাশি রয়েছে সুপার ফাস্ট চার্জিংয়ের মতো হাই পারফরমেন্স ফাংশন। অপারেটিং সিস্টেম হিসেবে হুয়াওয়ের নিজস্ব সুপারফাস্ট চার্জিং টেকনোলজি স্মার্টফোনকে সবসময় রাখবে ফাস্ট। 

এছাড়াও স্টাইলিশ হুয়াওয়ে পি10 ও পি10 প্লাসের অভিনব সব ফিচার ও বৈশিষ্ট্য পাশাপাশি, একইসাথে একটি প্যাকে স্টাইল ও পণ্যের এমন অপূর্ব সম্মিলন নিশ্চিতভাবেই গ্রাহকদের জীবনে বাড়তি আনন্দ দেবে। যদিও এই ফোন দুটির দাম সম্পর্কে এখনও বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি।


বিডি প্রতিদিন/৩ মার্চ ২০১৭/হিমেল

আপনার মন্তব্য

up-arrow