Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ মার্চ, ২০১৭ ০১:২৮ অনলাইন ভার্সন
আপডেট : ১৯ মার্চ, ২০১৭ ০১:৪৭
পকেটে রাখা ফোনে আগুন, প্যান্ট খুলে ফেললেন আমেরিকান যুবক!
অনলাইন ডেস্ক
পকেটে রাখা ফোনে আগুন, প্যান্ট খুলে ফেললেন আমেরিকান যুবক!

বেশ খোশমেজাজেই শপিং করছিলেন। হঠাৎ পকেটে রাখা সেলফোনে আগুন ধরে গেল। হতচকিত হয়ে গিয়ে প্যান্টই খুলে ফেললেন সংশ্লিষ্ট ব্যক্তি। তিনি নিজে তো বিড়ম্বনার মুখে পড়লেনই, সেখানে থাকা বাকিরাও অস্বস্তিতে পড়ে গেলেন।

এই ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের পুয়ালাপ শহরে। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ওই ব্যক্তি প্যান্ট খুলে ফেলে কোমরে জ্যাকেট জড়িয়ে নেন। এই ঘটনায় সবাই অবাক হয়ে যান। এরপরেই দেখা যায়, ওই ব্যক্তির প্যান্ট থেকে ধোঁয়া বের হচ্ছে।

যে দোকানে শপিং করতে গিয়েছিলেন ওই ব্যক্তি, সেখানকার এক কর্মীই সেলফোনের আগুন নেভান। তিনি বলেছেন, সেলফোনটি সম্পূর্ণ পুড়ে গেছে। এমনকী, মেঝেতে দাগও হয়ে গেছে। দোকানের পক্ষ থেকে ওই ব্যক্তিকে একটি প্যান্ট দেওয়া হয়। সেটা পরেই তিনি বাড়ি ফেরেন। সেলফোনটি পুড়ে গেলেও, তিনি অক্ষত। সূত্র: এবিপি আনন্দ।

বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৭/মাহবুব

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow