২১ মার্চ, ২০১৭ ১৫:৫২

ব্লকচেইন সেবা আনছে আইবিএম

অনলাইন ডেস্ক

ব্লকচেইন সেবা আনছে আইবিএম

ব্লকচেইন কোড ব্যবহার করে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তাদের ক্লাউডে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে এমন এক সেবা চালু করেছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম। হাইপারলেজার প্রজেক্টের আওতায় এই সেবা চালু করা হবে। 

হাইপারলেজার ফেব্রিক কোড ব্যবহার করে এই আইবিএম ব্লকচেইন সেবায় ফ্রেব্রিক ব্লকচেইন প্রতি সেকেন্ডে এক হাজারেরও বেশি লেনদেন সম্পন্ন করতে পারবে। সেই সঙ্গে বড় প্রতিষ্ঠানগুলোর অ্যাপ্লিকেশন তৈরির দরকারি ফিচারগুলোও রয়েছে।

এটি তৈরিতে আইবিএম এর সঙ্গে কাজ করবে কানাডার ব্যাংক অফ মনট্রিল, রয়াল ব্যাংক অফ কানাডা, ব্যাংক অফ নোভা স্কশিয়া, কানাডিয়ান ইম্পেরিয়াল ব্যাংক অফ কমার্স আর টরোন্টো-ডমিনিয়ন ব্যাংক এবং প্রযুক্তি প্রতিষ্ঠান সিকিউর কি টেকনোলজিস। চলতি বছরের শেষে এই নেটওয়ার্ক উন্মুক্ত করার কথা রয়েছে।

উল্লেখ্য, ব্লকচেইন হল ইন্টারনেটভিত্তিক লেনদেন এবং নিষ্পত্তির ব্যবস্থা। এই ব্যবস্থায় সব পক্ষকে একটি নিরাপদ নেটওয়ার্কে লেনদেনবিষয়ক তথ্য দেখার সুযোগ দেয়া হয়। এটি একটি ‘পিয়ার টু পিয়ার’ পদ্ধতিতে কাজ করে থাকে। এক্ষেত্রে একটি ব্লকচেইন ডেটাবেসে সকল লেনদেন সংরক্ষণ করা হয়। 

সূত্র: সিএনবিসি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর