২১ মার্চ, ২০১৭ ১৯:২৭

শীর্ষ ধনীর তালিকায় টেক জায়ান্টদের জয়জয়কার

অনলাইন ডেস্ক

শীর্ষ ধনীর তালিকায় টেক জায়ান্টদের জয়জয়কার

সংগৃহীত ছবি

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিটি কে তা নিয়েই হৈচৈ চলে দুনিয়া জুড়ে। এতদিন বিলিয়নিয়ার হিসেবে ব্যবসায়ী, শিল্পপতি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতারাই দীর্ঘদিন রাজত্ব করেছেন। তবে একবিংশ শতকে এসে সবাইকে টেক্কা দিয়ে শীর্ষধনীর খেতাব কব্জা করেছেন টেক জায়ান্টরা। রাতারাতি বনে গেছেন মিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ার।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোবর্স যে শীর্ষ ধনী ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে সেখানেও জয়জয়কার টেক জায়ান্টদেরই। এবার ১৮৩ জন টেক বিলিয়নিয়ার জায়গা করে নিয়েছেন এ তালিকায়। যাদের সম্মিলিত সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলারের চেয়েও বেশি।

সর্বোচ্চ ৮৬ বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদ নিয়ে তালিকায় শীর্ষস্থানে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। গত ২৩ বছরের মধ্যে ১৮ বারই খেতাবটি তার দখলে।

তালিকার শীর্ষ পাঁচ:

১. মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, সম্পদের পরিমাণ ৮৬ বিলিয়ন ডলার।
২. অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস, সম্পদের পরিমাণ ৭২ দশমিক ৮ বিলিয়ন ডলার।
৩. ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, সম্পদের পরিমাণ ৫৬ বিলিয়ন ডলার।
৪. ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, সম্পদের পরিমাণ ৫২ দশমিক ২ বিলিয়ন ডলার।
৫. ব্লুমবার্গ প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ, সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলার।

সূত্র: গেজেট থ্রি সিক্সটি ডিগ্রি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর