২২ মার্চ, ২০১৭ ১৭:৩৫

এবার লাল রঙের আইফোন বাজারে ছাড়ছে অ্যাপল

অনলাইন ডেস্ক

এবার লাল রঙের আইফোন বাজারে ছাড়ছে অ্যাপল

সংগৃহীত ছবি

 

প্রথমবারের মতো লাল রঙের আইফোন বাজারে নিয়ে আসছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট অ্যাপল। আইফোন সেভেনের এ সংস্করণটির রঙের সঙ্গে ফিচারেও বেশ কিছু পরিবর্তন এনেছে কোম্পানিটি। আগামী ২৪ মার্চ (শুক্রবার) থেকে বাজারে আসছে কাঙ্খিত এ আইফোন। তবে লাল রঙের ভার্সনটি বাজারের আনার পেছনে একটি মহৎ উদ্দেশ্যও রয়েছে তাদের।

এক বিবৃতিতে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ রঙের এই আইফোন আনার কারণ হলো এইডস নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘রেড’কে আর্থিকভাবে সহায়তা করা। যদিও অ্যাপল অনেক আগে থেকেই এই চ্যারিটির সংগঠনটির সঙ্গে কাজ করে আসছে। লাল রঙের আইফোনের থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আরও বেশি  সহায়তা করতে চায় এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

বাড়তি যা কিছু থাকছে লাল রঙের আইফোনে-

আইফোন ৭ এর লাল রঙের সংস্করণে স্টোরেজ বৃদ্ধি করা হয়েছে। থাকছে ২৫৬ জিবি মেমোরি।যা আগের সংস্করণের দ্বিগুণ।আর নতুন অ্যাপ হিসেবে রাখা হয়েছে ‘অ্যাপল ক্লিপ’। এর মাধ্যমে বিভিন্ন ছবি এবং ভিডিও নিজেদের মধ্যে সহজেই শেয়ার করা যাবে।

সূত্র: বিজনেস ইনসাইডার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর