২২ মার্চ, ২০১৭ ১৭:৪৯

'ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৭' এর নিবন্ধন শুরু

অনলাইন ডেস্ক

'ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৭' এর নিবন্ধন শুরু

সংগৃহীত ছবি

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেয়েদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে উদ্বুদ্ধ করা এবং তাদের প্রোগ্রামিং দক্ষতা যাচাইয়ের জন্য সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ মেয়েদের জন্য ‘ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৭’ আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে। 

এরইমধ্যে প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।চলবে ৩১ মার্চ পর্যন্ত। প্রতিযোগিতাটি হবে দলভিত্তিক। একই প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থী দল হিসেবে অংশ নিতে পারবে।

প্রতিযোগিতার বিষয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ডিজিটাল বাংলাদেশে সবার অন্তর্ভুক্তি দরকার। মেয়েদের মধ্যে আগ্রহ বাড়াতেই এই আয়োজন।

প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করুন এই ঠিকানায়-https://docs.google.com/a/bdosn.org.

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর