২৩ মার্চ, ২০১৭ ০২:৩১

২০ কোটি অ্যাপল অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে!

অনলাইন ডেস্ক

২০ কোটি অ্যাপল অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে!

একদল হ্যাকার ২০ কোটি অ্যাপল অ্যাকাউন্ট দখল করতে চলেছে। তারা দাবি করেছে যে, তাদের কাছে এই অ্যাকাউন্টগুলির সমস্ত ডেটা রয়েছে। প্রতিটি অ্যাকাউন্টের মুক্তিপণ স্বরূপ ১ লক্ষ ডলার দাবি করেছে তারা। এই হ্যাকারদের দলটির নাম মাদারবোর্ড। এই হ্যাকাররা নিজেদের ‘Turkish Crime Family’ বলেও ডাকে। অ্যাপেলের সিকিউরিটি টিমের সঙ্গে যে তাদের এই বিষয়ে মেইলে কথোপকথন হয়েছে, তা স্ক্রিনশটের মাধ্যমে জানায় এই।

‘মাদারবোর্ড’ একটি ইউটিউব ভিডিও আপলোড করেছে বলেও জানা গিয়েছে। এই ২০ কোটি অ্যাপল অ্যাকাউন্টের মধ্যে থেকে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিও আপলোড হয়েছে। এই ভিডিওতেই অ্যাপেলের সঙ্গে হওয়া মেইল এর স্ক্রিনশট প্রকাশ করেছে মাদারবোর্ড। একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে, অ্যাপেলের এক কর্মী জানাচ্ছেন যে তারা এই ধরনের সাইবার ক্রাইমকে আস্কারা দেয় না। এরই মধ্যে টুইটারে মাদারবোর্ড তথা ‘Turkish Crime Family’ জানিয়েছে যে আগামী ৭ এপ্রিল ২০ কোটি অ্যাপল আইক্লাউড অ্যাকাউন্ট তারা দখল করবে। এর থেকে মুক্তি পেতে হলে প্রতি অ্যাকাউন্ট অ্যাপলকে ১ লক্ষ টাকা করে দিতে হবে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর