২৩ মার্চ, ২০১৭ ১২:২৬

৩৭৬৮৯০টি অ্যাকাউন্ট বাতিল করেছে টুইটার

অনলাইন ডেস্ক

৩৭৬৮৯০টি অ্যাকাউন্ট বাতিল করেছে টুইটার

সন্ত্রাসবাদকে উৎসাহিত করার অভিযোগে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তিন লাখ ৭৬ হাজার ৮৯০টি অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে টুইটার। বিশ্বজুড়ে বিভিন্ন সরকারের চাপের মুখে এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জনপ্রিয় এই সাইটটি। 

অভিযোগ রয়েছে, কর্মী সংগ্রহ ও হামলা চালাতে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সাইটগুলো ব্যবহার করছে সন্ত্রাসীরা। মঙ্গলবার টুইটার তিন লাখ ৭৬ হাজার ৮৯০টি অ্যাকাউন্ট স্থগিত করার তথ্যটি প্রকাশ করে। তাদের দাবি, 'সন্ত্রাসবাদে প্ররোচিত' করার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এসব অ্যাকাউন্টসহ ২০১৫ সালের আগস্ট মাস থেকে টুইটার কর্তৃপক্ষের বাতিল করা মোট অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৩৬ হাজার ২৪৮টিতে। টুইটারের প্রকাশিত সাম্প্রতি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 


বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর