২৪ মার্চ, ২০১৭ ১৪:০৯

জনপ্রিয় অনলাইন রিটেইলার সুক.কম কিনতে যাচ্ছে অ্যামাজন

অনলাইন ডেস্ক

জনপ্রিয় অনলাইন রিটেইলার সুক.কম কিনতে যাচ্ছে অ্যামাজন

দুবাইভিত্তিক অনলাইন রিটেইলার সুক.কম কিনতে সম্মতি জানিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বেশ কিছু মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সুক.কম এর বর্তমান বাজার মূল্য ১ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে। তবে এই অধিগ্রহণের বিষয়ে সুক.কম এবং অ্যামাজন উভয় প্রতিষ্ঠানই কোনো মন্তব্য করেনি। 

সুক.কম মধ্যপ্রাচ্যে অনলাইন কেনাকাটার খুবই জনপ্রিয় একটি সাইট। ভোক্তা ইলেকট্রনিক পণ্য, ফ্যাশন, গৃহস্থালি আইটেম এবং অন্যান্য পণ্য বিক্রি করে থাকে রিটেইলার প্রতিষ্ঠানটি। সূত্রমতে, গোল্ডম্যান স্যাচ সুক.কম এর উপদেষ্টা হিসেবে কাজ করছে এবং চুক্তিটি ব্যবস্থা করতে সাহায্য করছে। তবে সুত্রটি কত মূল্যে এই অধিগ্রহণ সম্পন্ন হবে সে বিষয়ে কিছু জানায়নি।

সুক.কম ২০০৫ সালে একটি ইন্টারনেট অকশন সাইট হিসেবে উন্মুক্ত হলেও পরে রিটেইলার হিসেবে বাজারে প্রবেশ করে। প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাত, ইজিপ্ট, সৌদি আরব, কুয়েত, বাহরেইন, ওমান এবং কাতারের বাজারে সেবা দিয়ে থাকে। 

সূত্র: সিএনবিসি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর