২৪ মার্চ, ২০১৭ ১৪:৪৪

ডেভেলপারদের জন্য উন্মুক্ত হল অ্যান্ড্রয়েড ‘ও’

অনলাইন ডেস্ক

ডেভেলপারদের জন্য উন্মুক্ত হল অ্যান্ড্রয়েড ‘ও’

সার্চ জায়ান্ট গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ‘ও’ ডেভেলপারদের জন্য উন্মুক্ত করেছে। নতুন এই ওএসটিতে উন্নত ব্যাটারি লাইফ, নোটিফিকেশন ছাড়াও আনা হয়েছে নানা ধরনের পরিবর্তন।

দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার অভিযোগ থেকে মুক্তি পেতে নতুন ওএসে গুগল ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধির দিকে বেশি নজর দিয়েছে। এছাড়া, নোটিফিকেশন বারে বেশ পরিবর্তন আনা হয়েছে। চাইলে মাত্র একবার ট্যাপ করে নোটিফিকেশন বন্ধ করে রাখা যাবে। আরও আছে, নোটিফিকেশন গ্রুপ আকারে দেখার সুবিধা। লক স্ক্রিনে চাইলে ব্যবহারকারী পছন্দমত যেকোনো অ্যাপ্লিকেশনের শর্টকাট যুক্ত করতে পারবেন।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, পিক্সেল সিরিজ, নেক্সাস ৬পি, নেক্সাস ৫এক্স এবং নেক্সাস প্লেয়ার ডিভাইসে সমর্থন করবে অ্যান্ড্রয়েড ও’য়ের ডেভেলপার প্রিভিউটি। ধারণা করা হচ্ছে, আগামী মে মাসে গুগলের বার্ষিক সম্মেলনে আনুষ্ঠিকভাবে অপারেটিং সিস্টেমটির পূর্ণ সংস্করণ উন্মুক্ত করা হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর