২৪ মার্চ, ২০১৭ ১৫:৫৪

লাইভ ভিডিও সেভ করার সুযোগ দিচ্ছে ইন্সটাগ্রাম

অনলাইন ডেস্ক

লাইভ ভিডিও সেভ করার সুযোগ দিচ্ছে ইন্সটাগ্রাম

বর্তমান সময়ে ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় প্লাটফর্মের নাম ইন্সটাগ্রাম। চলতি বছরের শুরুতে ফেসবুকের মালিকানাধীন এই ইন্সটাগ্রামে লাইভস্ট্রিমিং ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হলে এর জনপ্রিয়তা যেন বেড়ে যায় আরও বহুগুনে। আর এবার সেই ভিডিও ফুটেজ ফোনে সংরক্ষণ করা যাবে বলে জানালো প্রতিষ্ঠানটি।

এর আগে ইন্সটাগ্রামে লাইভস্ট্রিমিং শেষ হওয়ার পর ভিডিওটি চিরতরে অদৃশ্য হয়ে যেত। তবে এখন থেকে লাইভ স্ট্রিমিং ভিডিও ব্রডকাস্ট করা শেষ হয়ে গেলে তা ফোনে সেভ করে রাখা যাবে। লাইভ সেশন শেষ করার পরে স্ক্রিনের উপরে ডান পাশে একটি ‘সেভ’ বাটন আসবে। আর সেখান থেকেই এই ভিডিও সেভ করে রাখা যাবে। এখন আইওএস অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোরে ইন্সটাগ্রাম অ্যাপের ১০.১২ ভার্সনে এই সুবিধা চালু করা হয়েছে।

সূত্র: দ্য ভার্জ, এনগ্যাজেট

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর