২৫ মার্চ, ২০১৭ ১০:৩৩

ভুয়া খবর এড়াতে গুগলের নতুন ‘ট্যাগ’

অনলাইন ডেস্ক

ভুয়া খবর এড়াতে গুগলের নতুন ‘ট্যাগ’

সাম্প্রতিককালে ইন্টারনেটে ভুয়া খবর যেভাবে ছড়িয়ে পড়ছে তা রুখতে গুগল নিয়ে এল এক নতুন ট্যাগ ‘ফ্যাক্ট চেক’। এখন থেকে সব খবরেই দেওয়া থাকবে এই ট্যাগ। গত বৃহস্পতিবার গুগলের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। 

ইদানিং সোশ্যাল মিডিয়াতে জাল খবরে ছেয়ে গেছে, আর সেইজন্যেই গুগল নিউজ ওয়েবসাইটে প্রত্যেকটি আর্টিকেলের সঙ্গে এই ট্যাগ জুড়ে দেওয়া হবে। 

গুগল নিউজ চিফ, রিচার্ড জিংগ্রাজ একটি ব্লগ পোস্টে লিখেছেন, খবরের সত্যতা যাতে বজায় থাকে তার জন্যই এই নতুন পন্থা তাঁরা অবলম্বন করেছেন এবং এই ‘ফ্যাক্ট চেক’ কমিউনিটির মানুষের মধ্যে কতখানি সাড়া জাগাতে পারে তা দেখার জন্য সংস্থা প্রবল উৎসাহী।


বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর