২৬ মার্চ, ২০১৭ ১৮:৩০

যে কারণে ইউটিউব থেকে তুলে নেওয়া হচ্ছে কোম্পানির বিজ্ঞাপন!

অনলাইন ডেস্ক

যে কারণে ইউটিউব থেকে তুলে নেওয়া হচ্ছে কোম্পানির বিজ্ঞাপন!

বহু বড় বড় কোম্পানি নিজেদের বিজ্ঞাপন ফিরিয়ে নিচ্ছে ইউটিউব থেকে৷ এবং এই বিজ্ঞাপন ফিরিয়ে নেওয়ার বিষয়টি বেড়েই চলেছে৷ 

জানা গেছে, বেশ কিছু আপত্তিজনক ভিডিওতে মার্কেটিংয়ের বিজ্ঞাপন দেখানো হচ্ছে, যা বন্ধ করার ক্ষেত্রে গুগল অপারগ বলে জানিয়েছে৷ এরপরই পেপসিকো, ওয়ালমার্ট স্টোর্স এবং স্টারবাকস এই বিষয়ে নড়ে চড়ে বসে৷ 

এর আগে আরও বেশ কিছু কোম্পানি ইউটিউব থেকে নিজেদের বিজ্ঞাপন ফিরিয়ে নিয়েছে৷ এইসব ব্র্যান্ডের ইমেজ খারাপ হওয়ার জন্য গুগল ক্ষমাও চেয়ে নেয় এবং আপত্তিকর ভিডিওর সঙ্গে এমন বিজ্ঞাপন না দেখানোর কথাও বলেছিল৷ এরপরেও বিজ্ঞাপন ফিরিয়ে নেওয়ার বিষয়টি থামেনি বরং উত্তরোত্তর বেড়েই চলেছে৷ বিজ্ঞাপনদাতারা স্পষ্ট জানিয়েছে দিয়েছেন যে, যতক্ষণ না এসব নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুগলের ক্ষমতার ওপর তাদের ভরসা ফিরে আসছে ততক্ষণ তাঁরা বিজ্ঞাপন দেবেন না৷

ইউটিউবে বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে গুগল অটোমেটেড প্রোগ্রামের ওপর নির্ভরশীল৷ ইউটিউব তাদের ভিডিওর সমীক্ষা করার জন্য বেশি সংখ্যক কর্মী নিয়োগ এবং কম্পিউটরের সাহায্যে খারাপ ভিডিওগুলির খোঁজ পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত প্রোগ্রাম ব্যবহারের করার কথা ভাবনা-চিন্তা করছে৷ 


ওয়ালমার্টে একটি বক্তব্য থেকে জানা যায়, যেসব দ্রব্যের সঙ্গে আমাদের বিজ্ঞাপন দেখানো হচ্ছে তা আমাজের কোম্পানির ইমেজের একেবারেই একটি বিরোধী বিষয়৷ ওয়ালমার্ট, পেপসিকো এবং অন্যান্য বেশ কিছু কোম্পানির মতে, ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করা ছাড়া আরও বেশ কিছু ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করবে জানিয়েছে। 

 


বিডি-প্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর