২৭ মার্চ, ২০১৭ ১১:০১

৩৬তম সায়েন্টিফিক মিশনে চারটি দল পাঠাল ইসরো

অনলাইন ডেস্ক

৩৬তম সায়েন্টিফিক মিশনে চারটি দল পাঠাল ইসরো

আন্টার্টিকায় অনুষ্ঠিত হওয়া ৩৬তম সায়েন্টিফিক মিশনে যোগদান করতে চারটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ অনুষ্ঠানটির আয়োজক হিসেবে কাজ করছে সেন্টার ফর আন্টার্টিক অ্যান্ড ওশেন অর্গানাইজেশন৷

এ ব্যাপারে ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, আন্টার্টিকার উদ্দেশ্যে রওনা দেয়া চারটি দল ভারতের আলাদা আলাদা স্থান থেকে গিয়েছে৷ তাদের মধ্যে রয়েছে আমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার থেকে একটি দল, অন্য একটি দল গিয়েছে ন্যাশানল রিমোট সেন্সিং সেন্টার থেকে, একটি দেরাদুন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ রিমোট সেন্সিং থেকে ও একটি দল গিয়েছে তিরুবন্তপুরমের স্পেস ফিজিক্স লাইব্রেরি থেকে৷ 

এবারের সায়েন্টিফিক মিশনে মূল বিষয় হলো জলবায়ু পরিবর্তন। এছাড়া, ধীরে ধীরে গলতে শুরু হওয়া মৈত্রী ও ভারতী নামের দুটি হিমবাহ নিয়েও আলোচনা হতে পারে। এমনকি, Differential Global Positioning System (DGPS) নিয়েও কথা হবে বলে জানা গেছে৷

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর