শিরোনাম
২৭ মার্চ, ২০১৭ ১৭:৪১

চীনে আইফোন-৬ মামলায় জয় পেল অ্যাপল

অনলাইন ডেস্ক

চীনে আইফোন-৬ মামলায় জয় পেল অ্যাপল

সংগৃহীত ছবি

চীনে আইফোন-৬ বিক্রি নিয়ে নিষেধাজ্ঞা জারি করা মামলাটিতে অ্যাপলের পক্ষেই রায় দিয়েছে বেইজিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি আদালত। ফলে এখন থেকে চীনে আইফোন বিক্রিতে আর কোনো বাধা থাকল না মার্কিন কোম্পানিটির।

গত বছর চীনা ফার্ম বেইলির অ্যাপলের ১০০সি স্মার্টফোনের নকশায় ত্রুটি আছে অভিযোগ এনে ফোনটি বিক্রিতে নিষেধাজ্ঞা জারির আবেদন করে। পরে বেইলির সঙ্গে একমত পোষণ করে চীনা প্যাটেন্ট রেগুরেটররাও নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এবার আদালত জানিয়েছে রেগুলেটরারা যথাযথ নীতিমালা অনুসরণ করে এ নিষেধাজ্ঞা আরোপ করেন নি। এছাড়া অ্যাপল কর্তৃক নকশার প্যাটেন্ট লঙ্ঘনের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণও দিতে পারেন নি। তাই এ নিষেধাজ্ঞা বাতিল করা হলো।

উল্লেখ্য, বৈশ্বিক এম-কমার্স বা মোবাইল ব্যবসার গুরুত্বপূর্ণ বাজার চীন। মোবাইল শপিং, মোবাইল কমার্স ও মোবাইল পেমেন্ট বিষয়গুলো একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চীনের এ বাজারের মূল্য এরই মধ্যে সাড়ে ৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। ক্রমবর্ধমান বাজারটিতে স্থানীয় মোবাইল পেমেন্ট সেবাদাতারা ভালো করলেও তীব্র প্রতিযোগিতার মুখে পড়ছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। 

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর