২৮ মার্চ, ২০১৭ ১৪:১১

আবারও বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে 'কল অফ ডিউটি'

অনলাইন ডেস্ক

আবারও বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে 'কল অফ ডিউটি'

গেমিং জগতে কয়েকটা জনপ্রিয় অ্যাকশান গেমরে মধ্যে কল অফ ডিউটি অন্যতম। এটি ফার্স্ট পারসন শুটার গেম সিরিজ। গেমটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবলম্বনে তৈরি। তবে এর পরবর্তী ভার্সন ‘কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার’, ‘কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার 2’ গেমটিতে আধুনিক যুদ্ধ, ‘কল অফ ডিউটি: ব্ল্যাক ওপস’ তৈরি হয় ভিয়েতনাম যুদ্ধ ও স্নায়ু যুদ্ধকে কেন্দ্র করে। কিন্তু কল অফ ডিউটির নতুন ভার্সনটি আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।

ইউটিউবে একটি গেম চ্যানেলের তথ্য অনুযায়ী, এ বছরের কল অফ ডিউটির গল্প গড়ে উঠেছে চল্লিশ দশকের পটভূমিতে। এবারের গেমের নাম হতে পারে ‘কল অফ ডিউটি: ওয়ার্ল্ড ওয়্যার টু’। তবে এ নামটিই চূড়ান্ত কি না, তা নিশ্চিত করা হয়নি সংস্থার তরফ থেকে। সাধারণত প্রতিবছরেই কল অফ ডিউটি গেমটির একটি নতুন ভার্সন ছাড়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর