২৪ এপ্রিল, ২০১৭ ১২:৪৬

অ্যাপল অ্যাপ স্টোর থেকে উবার অ্যাপ সরিয়ে নেয়ার হুমকি

অনলাইন ডেস্ক

অ্যাপল অ্যাপ স্টোর থেকে উবার অ্যাপ সরিয়ে নেয়ার হুমকি

সংগৃহীত ছবি

সাম্প্রতিক সময়ে নানা সমালোচনার মুখে পড়েছে রাইড শেয়ারিং স্টার্টআপ উবার। তারই ধারাবাতহকতায় এবার টেক জায়ান্ট অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে উবার অ্যাপ তুলে দেয়ার হুমকি দিয়েছে। অভিযোগ উঠেছে, আইফোনে উবার তাদের অ্যাপে ‘জিওফেন্স’ ফিচার ব্যবহার করে আসছিল। 

‘জিওফেন্স’ ফিচারটির ব্যবহারের নাম ফিঙ্গারপ্রিন্টিং। এটি ব্যবহারের ফলে একবার উবার অ্যাপ ডাউনলোড করে পরে ডিলিট করে দিলেও বা ফোন রিসেট করলেও তা আইফোন ট্র্যাক করতে পারে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল প্রধান টিম কুক কালানিককে এই ফিঙ্গারপ্রিন্টিং এর ব্যবহার বন্ধ না করলে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে উবার অ্যাপ তুলে নেয়ার হুমকি দেন। কেননা অ্যাপলের নিয়ম-নীতি অনুযায়ী ফিঙ্গারপ্রিন্টিং অভ্যাস পুরোপুরি নিষিদ্ধ। 

বিশ্বের সবচেয়ে দামি এই স্টার্টআপ উবার সাম্প্রতিক সময়ে নানা সমালোচনার মুখে পড়েছে। লিঙ্গ বৈষম্য, পিআর সমস্যা এবং গোপনে গ্রাহককে ট্র্যাকিং নিয়ে বিপর্যয়ে রয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস, দ্য ভার্জ

বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর