২৬ এপ্রিল, ২০১৭ ২২:০৪

বিনামূল্যে ঘুরে আসুন গুগলের চালকবিহীন গাড়িতে

অনলাইন ডেস্ক

বিনামূল্যে ঘুরে আসুন গুগলের চালকবিহীন গাড়িতে

সংগৃহীত ছবি

চালকবিহীন গাড়িতে বিনামূল্যে চড়ার সুযোগ দিতে যাচ্ছে সার্চ জায়ান্ট গুগল। আট বছর পরীক্ষামূলক ভাবে থাকার পর এখন গুগলের সিস্টার কোম্পানি ওয়েমো’র এই স্বচালিত গাড়িতে যেকোনো সময় যে কেউ রাইড নিয়ে দেখতে পারবে।  

জানা গেছে, অ্যারিজনার ফনিক্স অঞ্চলে একশ’র বেশি পরিবার এই স্বচালিত গাড়ির বিনামুল্যের রাইডে অংশ নেবে। এ ব্যাপারে ওয়েমো’র প্রধান জন ক্র্যাফিক এক ব্লগ পোস্টে জানান, গত মাসে কয়েক ফিনিক্স পরিবার নিয়ে স্বল্প পরিসরে এই পরীক্ষা চালানো হয়েছিল। তিনি আরও বলেন, এখন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এবং পরিবহন চাহিদার সাথে সাথে আরও পরীক্ষক প্রয়োজন আমাদের।

উল্লেখ্য, গুগলের ওয়েমো’র স্বচালিত গাড়ী ড্রাইভিং প্রযুক্তি এবং সেবায় রয়েছে সবচেয়ে আক্রমনাত্মক ডেভেলপাররা। আর প্রতিষ্ঠানটির রোবট গাড়ি এখন পর্যন্ত জনসাধারণের রাস্তায় মানুষের সাহায্য ছাড়া ২.৫ মিলিয়ন মাইলের বেশি চলেছে। 

সূত্র: বিবিসি


বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর