২৭ এপ্রিল, ২০১৭ ২১:২৭

এবার আসছে সের্গেই ব্রিনের ‘এয়ারশিপ’ প্রকল্প

অনলাইন ডেস্ক

এবার আসছে সের্গেই ব্রিনের ‘এয়ারশিপ’ প্রকল্প

সংগৃহীত ছবি

সম্প্রতি ফ্লাইং কার কিট্টি হক প্রোটোটাইপ উন্মুক্ত করেছেন গুগলের প্রধান এবং সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। আর তারই হাত ধরে এবার আসলো আরেক চমক। প্রতিষ্ঠানের আরেক সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন গোপনে ‘এয়ারশিপ’ প্রকল্প চালিয়ে যাচ্ছেন বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে।  

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ব্রিন-এর এই আকাশযান প্রকল্পের সঙ্গে অ্যালফাবেট-এর কোনো সম্পর্ক নেই। নাসা এইমস এর সাবেক পরিচালক অ্যালান ওয়েসটন ব্রিনের এই এয়ারশিপ প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন। তবে ওয়েস্টন এই প্রকল্পের বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানান। 

এদিকে নাসা এইমস রিসার্চ সেন্টার জানিয়েছে, এর হ্যাঙ্গার ২-এ গোপনে একটি বিশাল আকাশযান বানাচ্ছেন তিনি। আর এটি দেখতে জেপলিন এর মতো। জেপলিন হলো বিংশ শতাব্দীর শুরুর দিকের জার্মান আকাশযান। এটি লম্বা, নলাকৃতি ও একটি শক্ত কাঠামোতে বানানো হয়। 

সূত্র: ব্লমবার্গ


বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর