২৭ এপ্রিল, ২০১৭ ২১:৪১

তিন বছরের মধ্যে রেকর্ড আয় স্যামসাংয়ের

অনলাইন ডেস্ক

তিন বছরের মধ্যে রেকর্ড আয় স্যামসাংয়ের

সংগৃহীত ছবি

প্রকাশ হলো দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্সের আয়ের হিসাব। ২৭ এপ্রিল বৃহস্পতিবার প্রকাশিত হিসাবে দেখা যায়, বিগত তিন বছরের মধ্যে রেকর্ড আয় করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির মেমোরি চিপ, টেলিভিশনের ফ্ল্যাট স্ক্রিন এবং স্মার্টফোনের চাহিদা বেড়ে যাওয়াতে এই মুনাফা অর্জন করেছে। 

দেখা গেছে, প্রথম প্রান্তিকে তাদের পরিচালন মুনাফা ৪৮ শতাংশ বেড়ে ৮৮০ কোটি ডলার হয়েছে। আর প্রতিষ্ঠানটির সম্প্রতি বাজারে আসা এস৮ এবং এস৮ প্লাস ফোনের বিক্রি এবং চাহিদা নিয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি তবে স্যামসাং বলছে গত বছরে আসা গ্যালাক্সি নোট ৭ এর চেয়ে প্রিঅর্ডার বেশি করা হয়েছে এস ফোনের। 

প্রসঙ্গত, স্যমসাং গত বছরে তাদের গ্যালাক্সি নোট ৭ ফোন নিয়ে বিপাকে পড়ে। বিশ্বব্যাপি এই ফোন প্রত্যাহার করে নেয়ায় লোকসানে পড়ে প্রতিষ্ঠানটি। সেসময় ২৫ লাখ সেট বাজার থেকে প্রত্যাহার করে স্যামসাং এবং গত অক্টোবরে ফোনটির বিক্রি সম্পূর্ণ বন্ধ করে দেয়।

সূত্র: বিবিসি, সিএনএন


বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর