২৯ এপ্রিল, ২০১৭ ১৪:৩৩

ফ্যাশন পরামর্শ দেবে ‘ইকো লুক’

অনলাইন ডেস্ক

ফ্যাশন পরামর্শ দেবে ‘ইকো লুক’

সংগৃহীত ছবি

সেলফি ক্যামেরা ‘ইকো লুক’ উন্মুক্ত করেছে ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। ফ্যাশন পরামর্শ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী অ্যালেক্সা এই ক্যামেরা ব্যবহার করবে।

জানা গেছে, অ্যামাজনের এই ক্যামেরার মেশিন লার্নিং পদ্ধতি বিভিন্ন পোশাকে তোলা ব্যবহারকারির ছবিগুলোর মধ্যে তুলনা করতে পারবে। আর কোন পোশাকে সবচেয়ে বেশি ভালো লাগছে তা পড়ার পরামর্শ দেবে। অ্যামাজনের এই ক্যামেরায় আছে চারটি এলইডি, একটি ডেপথ-সেন্সিং সিস্টেম এবং কণ্ঠ-নির্দেশ গ্রহণের জন্য আছে মাইক্রোফোন।

এ ব্যাপারে আমাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, যত বেশি লোক এটি ব্যবহার করবে, ইকো লুকের ফ্যাশন পরামর্শ সেবা তত বেশি উন্নত হবে।

সূত্র: বিবিসি


বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর