১ মে, ২০১৭ ১২:০৩

দৃষ্টিহীনদের জন্য ‘চশমা’ তৈরি করলো ভারতীয় যুবক

অনলাইন ডেস্ক


দৃষ্টিহীনদের জন্য ‘চশমা’ তৈরি করলো ভারতীয় যুবক

প্রতীকী ছবি

দৃষ্টিহীণদের পড়াশোনা এবং চলাফেরার সুবিধার জন্য ‘চশমা’ আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছে গুরগাঁওয়ের দ্বাদশ শ্রেণির এক ছাত্র গুরসিমরণ সিং(১৬)। ‘আইস্ক্রাইব’ নামে ‘চশমা’র মতো এই জিনিসটি তৈরি করেছে সে। 

কোনও দৃষ্টিহীন ব্যক্তি কিছু পড়তে চাইলে, এই চশমা তা অডিওর মাধ্যমে তা তার কানে পৌঁছে দেবে। এটি তৈরির জন্য ভারতের পলিসি কমিশন তাকে আর্থিক দিক থেকে সহায়তা করেছে বলে জানা যায়। আর এই যুগান্তকারী আবিষ্কারের জন্য আগামী মাসে আমেরিকার প্রুডেনশিয়াল স্পিরিট অব অ্যাওয়ার্ড গ্লোবাল সেরেমনিতে যোগ দিতে চলেছে গুরসিমরণ।

গুরসিমরণ জানিয়েছে, তার এই ‘আইস্ক্রাইব’ যে কোনও শব্দকেই অডিওতে তুলে ধরবে। এতে একটি ক্যামেরা এবং একটি মাইক্রো-প্রসেসর লাগানো রয়েছে, যা বাটন টিপলেই লেখার ছবি তুলবে এবং এতে থাকা প্রসেসর শব্দগুলিকে অডিওতে বদলে দেবে। অর্থাৎ, যা পড়তে চাওয়া হবে তা অডিওর মাধ্যমেই উঠে আসবে। শুধু তাই নয়, বিভিন্ন আওয়াজকে, ধ্বনিতে রুপান্তরিত করে, মস্তিষ্কে তার একটি ছবি তৈরি করতে সাহায্য করবে।

গুরসিমরণের এই কাজে স্বভাবতই খুশি সকলেই। তার বাবা প্রীতপাল সিং জানিয়েছেন, তিনি তার ছেলের কাজে খুবই খুশি এবং এমন কাজে ছেলেকে তিনি সাহায্য করেন এবং উৎসাহিত করেন।

 

বিডি-প্রতিদিন/ ০১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর