শিরোনাম
২০ মে, ২০১৭ ০৯:২২

‘গেম চেঞ্জার রকেট’ উৎক্ষেপণ করবে ইসরো

অনলাইন ডেস্ক

‘গেম চেঞ্জার রকেট’ উৎক্ষেপণ করবে ইসরো

সংগৃহীত ছবি

আগামী ৫ জুন নতুন শক্তিশালী রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। জিটিওতে (Geosynchronous Transfer orbit) এই রকেট GSLV-Mark III-র মাধ্যমে চারটন উপগ্রহ স্থাপন করা যাবে বলে জানিয়েছে ইসরো। পুরোপুরি দেশীয় পদ্ধতিতে তৈরি এই রকেট GSAT-19  উপগ্রহটি উৎক্ষেপন করবে। আগামী সপ্তাহের মধ্যেই এই উপগ্রহটি প্রস্তুত করা হবে। জানিয়েছেন বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর ডঃ কে সিভান।

GSAT-19 উপগ্রহটি GRASP (Geostationary Radiation Spectrometer)-র সঙ্গে কা-ব্যান্ড ও কু-ব্যান্ড বহন করবে। স্পেসক্রাফটের উপর মহাকাশের প্রাকৃতিক অবস্থান ও ধুলিকণা কী প্রভাব ফেলে তার জন্যই এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে।

আগামী ৫ জুন যে রকেটটি ইসরোর শ্রীহরিকোটা বন্দর থেকে উৎক্ষেপণ করা হবে তাকে বিশেষজ্ঞরা ‘গেম চেঞ্জার রকেট’ বলে মনে করছেন। কারণ একসঙ্গে ৪ টন উপগ্রহ উৎক্ষেপণ করতে সক্ষম এটি।


বিডি প্রতিদিন/২০ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর