২১ মে, ২০১৭ ১৩:১৬

গুগলের সহায়তায় ইচ্ছে বৃষ্টির দেশ নেদারল্যান্ডস (ভিডিও)

অনলাইন ডেস্ক

 গুগলের সহায়তায় ইচ্ছে বৃষ্টির দেশ নেদারল্যান্ডস (ভিডিও)

ফাইল ছবি

পূর্ব ইউরোপের ছোট্ট একটি দেশ নেদারল্যান্ডস। গুগলের হাত ধরে ইচ্ছে বৃষ্টির দেশ হয়ে উঠেছে নেদারল্যান্ডস। কর্মঠ আর জীবনীশক্তির জোরে ডাচরা এই দেশকে প্রাচুর্যের স্বর্গ বানিয়ে ফেলেছে। 

নেদারল্যান্ডসের প্রাকৃতিক শোভা দেখতে প্রতি বছর হাজির হন বহু সংখ্যক পর্যটক। তবে এখানে মূলত সমস্যা একটাই, বছরের ১৪৫ দিনের বেশি বৃষ্টি হয় সেখানে। আর সেই বৃষ্টির হাত থেকে দেশবাসীকে বাঁচাতে হাত বাড়িয়েছে গুগল তাদের গুগল উইন্ডস সুবিধা নিয়ে। 

নেদারল্যান্ডসের ১১৭০টি জায়গায় গুগল বসিয়েছে বাতাসচালিত এক ধরনের মেশিন। যার ফলে কাজে কোনও জায়গায় মেঘ জমলে হাওয়া দিয়ে তা সরিয়ে দেওয়া হচ্ছে। মেঘকে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র, যেখানে বৃষ্টি দরকার। গুগলের এই কর্মকাণ্ডে অবাক ডাচরাও। ‌‌গত ১লা এপ্রিল থেকে এই সুবিধা দিচ্ছে গুগল। 

 

বিডি-প্রতিদিন/ ২১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর