২১ মে, ২০১৭ ১৬:০৫

অ্যান্ড্রয়েড জানাবে অ্যাপসের ব্যাটারি ব্যয়

অনলাইন ডেস্ক

অ্যান্ড্রয়েড জানাবে অ্যাপসের ব্যাটারি ব্যয়

সংগৃহীত ছবি

স্মার্টফোনে আমরা কত ধরনের অ্যাপস ব্যবহার করি তার কোনও হিসেবও রাখা হয় না। অনেক সময় দেখা যান অতিরিক্ত অ্যাপস ব্যবহারে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়। 

কিন্তু  কোন অ্যাপস ব্যবহারে আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে তা ধরতে পারছেন না?  তবে এবার অ্যান্ড্রয়েড এই সমস্যার সমাধান দেবে আপনাকে।

অ্যান্ড্রয়েড অথরিটি রিপোর্টস জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও অপারেটিং সিস্টেমে নতুন ব্যাটারি মেনু যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে যেসব অ্যাপস অতিরিক্ত ব্যাটারি খরচ করছে সেটি জানা যাবে। একইসাথে অ্যাপসটি বন্ধও করা যাবে। গুগল আই/ও সম্মেলনে অ্যান্ড্রয়েড ও অপারেটিং সিস্টেমের এই নতুন ফিচারের পাশাপাশি অন্যান্য সুবিধাগুলোও জানানো হয়।

বর্তমানে ব্যাটারি মেনু ব্যবহারকারীদের ব্যাটারি সেভার মুড চালু ও প্রতি অ্যাপ কি পরিমাণ চার্জ শেষ করেছে সেটি দেখা যায়। তবে সেখানে ব্যবহারকারীর করণীয় কিছু নেই। নতুন সুবিধার ফলে ব্যবহারকারীরা প্রয়োজনীয় নানা ফিচার যেমন ব্রাইটনেস নিয়ন্ত্রণ, ব্যাটারিতে চার্জের পরিমাণ ইত্যাদি দেখতে পাবেন।

সূত্র: জিও টেক

বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর