২২ মে, ২০১৭ ১৩:৩০

শরীরকে ঠাণ্ডা রাখবে যে পোশাক

অনলাইন ডেস্ক

শরীরকে ঠাণ্ডা রাখবে যে পোশাক

সংগৃহীত ছবি

খেলাধুলা বা ব্যায়ামের সময় শরীর ঘেমে যাবে এটাই স্বাভাবিক। তবে অনেক সময় এই নিয়মিত ঘটনাই হয়ে যায় বিরক্তির কারণ। আর এ থেকে মুক্তির জন্যই বিজ্ঞানীরা এমন এক ধরনের ফেব্রিক আবিষ্কার করেছেন যা দিয়ে শরীরের গরম বাতাস বের হয়ে যাবে এবং শরীর ঠাণ্ডা হয়ে যাবে।

এ ব্যাপারে বিজ্ঞানীরা জানান, এই ল্যাটেক্স ফ্যাব্রিক শরীর গরম হয়ে গেলে ভেন্টিলেশন ফ্ল্যাপের মাধ্যমে শরীরে বাতাস চলাচল করতে সাহায্য করবে। ফলে ঘাম শুকিয়ে যাবে। এছাড়া এটি শরীরের তাপমাত্রাকেও কমিয়ে আনবে। অন্যদিকে এতে আছে, এমন মাইক্রোব যা টপস এর ফেব্রিকের কোনো ক্ষতি করবে না। এই মাইক্রোব গরম এবং ঘামের অনুভূতিতে ফ্ল্যাপ খুলে দিবে। আবার উল্টো প্রক্রিয়ায় অর্থাৎ শরীর ঠাণ্ডা হয়ে গেলে ফ্ল্যাপ আবার বন্ধ করে দিবে।

এছাড়া, টপস এর পাশাপাশি জুতায়ও এই উদ্ভাবন কাজে লাগানো সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সূত্র: মেইল অনলাইন

বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর