২২ মে, ২০১৭ ১৩:৪৮

হেডফোন বিস্ফোরণে তৃতীয় পক্ষের ব্যাটারিকে দুষল অ্যাপল

অনলাইন ডেস্ক

হেডফোন বিস্ফোরণে তৃতীয় পক্ষের ব্যাটারিকে দুষল অ্যাপল

সংগৃহীত ছবি

চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার একজন নারী হেডফোন বিস্ফোরণের শিকার হন। এতে তার মুখের একপাশে পুড়ে যায়। এ নিয়ে ১৯ মে শুক্রবার অস্ট্রেলীয় অ্যাসোসিয়েটেড প্রেস এর প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের তৈরি হেডফোন হলেও অ্যাপল ওই নারীকে কোনো ক্ষতিপূরণ প্রদান করবে না।

এ ব্যাপারে ওই নারীর আইনজীবী জানান, অ্যাপল বলছে তাদের তদন্তে দেখা গেছে, এই বিস্ফোরণের জন্য তৃতীয় পক্ষের ব্যাটারি দায়ি। যদিও কোন ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করছিলেন তিনি তা স্পষ্ট নয় এবং ওই ব্যাটারি অ্যাপলের অনুমোদিত নয় কেন তাও জানা যায়নি। 

এদিকে ওই নারী অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থায় বলেন, তিনি ওই হেডফোনটি ২০১৪ সালে কেনেন এবং পরে এটির জন্য অস্ট্রেলিয়ায় থেকে এএএ সাইজের ব্যাটারি কেনেন। ওই নারী আরও জানিয়েছেন, অ্যাপলের এমন সিদ্ধান্তে তিনি হতাশ হয়েছে, কেননা অ্যাপল ওই হেডফোনের সাথে প্যাকেটে বলে দেয়নি যে কোন ব্র্যান্ডের ব্যাটারি প্রয়োজন ওই হেডফোনে। 

এ বিষয়ে, তাৎক্ষনিকভাবে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৭/ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর