শিরোনাম
২৩ মে, ২০১৭ ২১:৫৯

নেস্ট আনছে ৪কে নিরাপত্তা ক্যামেরা!

অনলাইন ডেস্ক

নেস্ট আনছে ৪কে নিরাপত্তা ক্যামেরা!

ইনডোরে যেকোনো ফুটেজ ৪কে ফরম্যাটে রেকর্ডিং করতে সক্ষম নিরাপত্তা ক্যামেরা উন্মুক্ত করতে যাচ্ছে গুগল মালিকানাধীন নেস্ট।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নেস্ট ক্যামেরা নড়াচড়া নির্ণয় করতে পারবে এবং স্বয়ংক্রিয়ভাবে জুম করবে। ফলে কি হচ্ছে তা সহজেই বোঝা যাবে। তবে এই নতুন ক্যামেরায় রেকর্ড করা ৪কে ফুটেজ ব্যবহারকারীদের স্ট্রিমিং এর সুবিধা দেয়ার কোনো পরিকল্পনা নেই। এছাড়া এর ইউএসবি টাইপ-সি রয়েছে এবং লেন্সের চারপাশে এলইডি রিং থাকবে যা রেকর্ডিং হওয়ার সময় জানাবে। 

তবে এই ৪কে ক্যামেরা শুধুমাত্র ইনডোর ব্যবহারের জন্যই আনা হচ্ছে। আর বর্তমান ৩০০ ডলারের নেস্ট ক্যামেরার চেয়ে এই ৪কে ক্যামেরার মূল্য বেশি হবে বলেও জানা গেছে। নেস্টের এই ৪কে ক্যামেরা চলতি মাসের শেষ নাগাদ উন্মুক্ত করা হবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ, দ্য ভার্জ

বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর