২৩ মে, ২০১৭ ২২:১৩

শ্রবণ-অন্ধ প্রতিবন্ধীদের জন্য টেলিভিশন

অনলাইন ডেস্ক

শ্রবণ-অন্ধ প্রতিবন্ধীদের জন্য টেলিভিশন

বর্তমান এই প্রযুক্তিনির্ভর যুগে বিজ্ঞানীরা এমন এক কৌশল উদ্ভাবন করেছেন যেখানে শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের কোনো মধ্যস্থতাকারী ছাড়াই টেলিভিশন ‘দেখতে’ সহায়তা করবে। নতুন এই সফটওয়্যার দিয়ে তাৎক্ষণিকভাবে ব্রেইল পদ্ধতিতে টাইপ করলে কোনো মধ্যস্থতা ছাড়াই টিভি দেখতে পাবেন তারা।

স্পেনের ইউনিভার্সিদাদ কার্লোস ৩ দে মাদ্রিদ এর গবেষকরা এই প্রকল্প পরিচালনা করছেন। এই প্রকল্পটির নাম দেয়া হয়েছে ‘পারভ্যাসিভএসইউভি প্রজেক্ট’। এখানে কোনো টেলিভশন চ্যানেলের সব সাবটাইটেল সংগ্রহ করে একটি কেন্দ্রীয় সার্ভারে পাঠানো হয়। সার্ভার থেকে এগুলো স্মার্টফোন বা ট্যাবলেটে পাঠানো হয় এবং এখান থেকে এই সাবটাইটেলগুলো ব্রেইল লাইনে রূপান্তর করে একটি অ্যাপের মাধ্যমে শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের কাছে পাঠানো হয়। 

জানা গেছে, এই প্রযুক্তি নিয়ে চালানো পরীক্ষা সফল হয়েছে। পাশাপাশি, স্পেনের রাজধানী মাদ্রিদে ডিজিটাল টেরেসট্রিয়াল টেলিভিশন চ্যানেলে এটি প্রয়োগও করা হয়েছে। স্প্যানিশ ব্রডব্যান্ড ও টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিফোনিকা এই প্রকল্পটিতে অর্থায়ন করেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর