২৪ মে, ২০১৭ ২১:৩৯

দুই বছর ধরে কম মজুরি দিয়ে আসছে উবার!

অনলাইন ডেস্ক

দুই বছর ধরে কম মজুরি দিয়ে আসছে উবার!

সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবাদাতা উবারের। একের পর এক নানা সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। তারই ধারাবাতহকতায় এবার জানা গেল, ভুল হিসাবের কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চালকদের দুই বছর ধরে কম বেতন দিয়ে আসছে রাইড শেয়ারিং স্টার্টআপ উবার। আর এই ভুলের কারণে প্রতিষ্ঠানটিকে লাখ লাখ ডলার খেসারতও দিতে হবে। 

উবার সাধারণত তাদের চালকদের কাছ থেকে ট্যাক্স এবং অন্যান্য ফি বাদ দিয়ে কিছু কমিশন নিয়ে থাকে। কিন্তু ওয়াল স্ট্রিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের চালকদের কাছ থেকে অনেক বেশি কমিশন নিয়েছে উবার।

উবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের হিসাবের ভুলের জন্যই এমনটা হয়েছে। আর এ জন্য প্রতিষ্ঠানটিকে প্রতি চালককে সুদসহ ৯০০ মার্কিন ডলার ফেরত দিতে হবে। আর প্রতিষ্ঠানের পুরো ক্ষতিপূরণ দিতে হবে প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। তবে উবার এ ব্যাপারে ইমেইলের মাধ্যমে চালকদের অবহিত করেছে ইতোমধ্যে। প্রতিষ্ঠানের যুক্তরাজ্য এবং কানাডার আঞ্চলিক জেনারেল ম্যানেজার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা এসব চালকদের পুরো পয়সা ফেরত দিতে প্রতিজ্ঞাবদ্ধ’। 

সূত্র: রয়টার্স, সিএনএন

বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর