২৫ মে, ২০১৭ ১৩:৩৭

বেসরকারি উদ্যোগে বিশ্বে প্রথম রকেট উৎক্ষেপণ

অনলাইন ডেস্ক

বেসরকারি উদ্যোগে বিশ্বে প্রথম রকেট উৎক্ষেপণ

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের একটি গবেষণা কেন্দ্র থেকে বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতো মহাকাশে রকেট উৎক্ষেপণ করা হয়েছে। একটি মার্কিন কোম্পানি বিশ্বে প্রথম ‘প্রাইভেট লঞ্চিং’ সুবিধা নিয়ে মহাশূন্যে 'রকেট ল্যাবস' নামের একটি ইলেক্ট্রন এই রকেট পাঠিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

রকেট ল্যাব এক টুইটবার্তায় জানায়, নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় মাহিয়া দীপের একটি বেসরকারি কেন্দ্র থেকে ১৭ মিটার বা ৫৮ ফুট দৈর্ঘ্যের এই রকেটটিকে উৎক্ষেপণ করা হয়। 

তারা আরো জানিয়েছে, নিউজিল্যান্ড থেকে এটিই তাদের প্রথম উৎক্ষেপণ ছিলো। আর এর মাধ্যমেই মহাশূন্যে ছোট ছোট উপগ্রহ ও অন্যান্য জিনিস প্রেরণের উদীয়মান বাজারে প্রবেশ করেছে তারা। এছাড়া এ বছরের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে রকেট উৎক্ষেপণেরও চিন্তা করছে কোম্পানিটি। 

খারাপ আবহাওয়ার কারণে প্রায় চারদিন পিছিয়ে রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে প্রথম উৎক্ষেপণে কোনো পণ্য পরিবহন না করলেও, এই ইলেকট্রন রকেটে করে ১৫০ কিলোগ্রামের মতো জিনিস কক্ষপথে পাঠানো যাবে বলেও জানান তারা। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/২৫মে ২০১৭/ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর