২৯ মে, ২০১৭ ১৭:৫৪

বাজারে আসছে মাইক্রোসফটের নতুন ট্যাবলেট

অনলাইন ডেস্ক

বাজারে আসছে মাইক্রোসফটের নতুন ট্যাবলেট

একের পর দুর্দান্ত ফিচারের কম্পিউটার নিয়ে আসছে মাইক্রোসফট। গত কয়েকবছর ধরে একের পর এক হাই স্পেসিফিকেশানের ট্যাবলেট বাজারে আনছে তাই এবারও কিছু অন্যরকম হলনা। হাইস্পিড পাওয়ারফুল নতুন সারফেস প্রো ২০১৭ ট্যাবলেট নিয়ে এসেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
৭৭০ গ্রাম ওজোনের এই ট্যাবলেট এর দাম ৭৯৯ মার্কিন ডলার। এ ব্যাপারে মাইক্রোসফটের সারফেস প্রধান প্যানস প্যানয় জানিয়েছেন, এটি সম্পূর্ণরূপে পুনরায় ডিজাইন করা হয়েছে এবং ব্যবহারের জন্য এটি আরও সহজ। নতুন এই ট্যাবলেটের ব্যাটারি লাইফ ১৩.৫ ঘণ্টা।

এছাড়াও ডিভাইসটিতে 4G এলটিই কানেকশান সাপোর্ট করবে। সারফেস প্রো চলবে ইনটেলের সেভেন জেনারেশন কেবি লেক প্রসেসর দিয়ে। সঙ্গে আছে ১২.৩ ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে। এছাড়া এ সারফেস প্রো ট্যাবলেটে আরো আছে, ৮ মেগাপিক্সেল রিয়ার ফেসিং এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ৮ জিবি র‍্যামের এই সারফেস প্রো চলবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে এবং স্টোরেজের জন্য এখানে আছে ১২৮ জিবি মেমোরি। প্রসঙ্গত, ২৫টি দেশে প্রি-অর্ডার শুরু করেছে সারফেস প্রো। আগামী ১৫ জুন থেকে এটি গ্রাহকের হাতে পৌঁছে যাবে বলে জানা গেছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর