৩০ মে, ২০১৭ ১২:৩৭

গুগল সার্চে এলো ‘পার্সোনাল ট্যাব’

অনলাইন ডেস্ক

গুগল সার্চে এলো ‘পার্সোনাল ট্যাব’

প্রয়োজনীয় কনটেন্ট খুঁজে পেতে সার্চ রেজাল্টে ‘পার্সোনাল’ নামের নতুন একটি ট্যাব যুক্ত করছে গুগল। এই ট্যাবে সার্চের ফলাফল জিমেইল বা ফটোস এর মতো ব্যাক্তিগত সূত্র থেকে কনটেন্ট প্রদর্শন করবে।

এ ব্যাপারে দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্সোনাল ট্যাব সার্চের জন্য লিংক দেখানোর পরিবর্তে বিদ্যমান ম্যাপস, সংবাদ বা ইমেজ এর মাধ্যমে কাজ করবে। এই ট্যাবটি ডিফল্ট ট্যাব হিসেবে ব্যবহারকারীকে দেখাবে না, ‘মোর’ অপশন ক্লিকের মাধ্যমে এই ট্যাবটি উপরে দেখাবে।

প্রতিবেদনে আরো বলা হয়, এই ফিচারটি ব্যবহারকারীরা ওয়েব এবং মোবাইল দুটি প্ল্যাটফর্মেই ব্যবহার করতে পারবে। আর ফটো অনুসন্ধানের জন্য, ব্যবহারকারীরা অবিলম্বে একটি ছবির ফলাফল খুলতে পারবে বা গুগল ফটোস এ গভীর অনুসন্ধান করতে পারবে।

তবে এখনো সব ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করেনি গুগল। পর্যায়ক্রমে সব জায়গায় এই ফিচার চালু করা হবে জানা গেছে। 

সূত্র: গ্যাজেট ৩৬০

বিডি-প্রতিদিন/৩০ মে, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর