২৩ জুন, ২০১৭ ০২:২৭

কাজে নেমে পড়ল বিশ্বের প্রথম রোবট পুলিশ অফিসার

অনলাইন ডেস্ক


কাজে নেমে পড়ল বিশ্বের প্রথম রোবট পুলিশ অফিসার

সংগৃহীত ছবি

দুবাইয়ে কাজে নেমে পড়ল বিশ্বের প্রথম রোবট পুলিশ অফিসার। রাস্তায় নজর রাখার জন্য এর আগে দুবাই পুলিশ নিয়োগ করেছিল দু‌ই রোবট পুলিশকর্মী ‘ল্যাম্বারজিনি’ আর ‘ফেরারি’কে। এবার তাদের মাথায় বসিয়ে দেওয়া হল এক রোবট পুলিশ অফিসারকে।

এখানেই শেষ নয়, দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসের প্রধান ব্রিগেডিয়ার খালেদ আল রাজুকি জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যেই দুবাইয়ের পুলিশ বাহিনীর এক-চতুর্থাংশই ভরে যাবে রোবট পুলিশকর্মীতে।

জানা গেছে, এই রোবটেরর মাথায় রয়েছে পুলিশের টুপি। সে সব সময় চক্কর মারছে বাইকে। আর তার বুকে রয়েছে একটা কম্পিউটারের টাচ স্ক্রিন। যেখানে যে কেউ কমপ্লেন করতে পারেন। ব্যবস্থা নেওয়া হবে সঙ্গে সঙ্গেই। আর তার সঙ্গে রয়েছে একটি ক্যামেরা। তবে রাত হলেই বাইকে আর রাস্তায় ঘোরাঘুরি করবে না সেই রোবট পুলিশ অফিসার। দাঁড়িয়ে পড়বে বিশ্বের সবচেয়ে উঁচু বাড়ি বুর্জ খলিফার সামনে। সেখানেই দাঁড়িয়ে থাকবে সারা রাত।

তবে এই রোবট পুলিশ অফিসারও অন্য পুলিশকর্মীদের মতো অপরাধী বা অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না। গ্রেফতারির কাজটা আপাতত মানুষের ওপরেই ছেড়ে রাখল রোবট পুলিশ।

 


বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর