২৯ জুন, ২০১৭ ১৭:৪৪

মোবাইলে সারাক্ষণ টেক্সট করা ক্ষতিকর

অনলাইন ডেস্ক

মোবাইলে সারাক্ষণ টেক্সট করা ক্ষতিকর

প্রতীকী ছবি

ফোনটা হাতে নিয়ে সারাক্ষণ খুট খুট। স্মার্টফোন এখন আমরা এখন মেসেজ বা চ্যাটের মাধ্যমে কথা বেশি বলে থাকি। কিন্তু সারাক্ষণ ফোনে টেক্সট বা মেসেজ লেখা আমাদের শরীরে কী প্রভাব ফেলতে পারে জানেন? অতিরিক্ত মেসেজ লিখে কথাবার্তা বলা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। চিকিৎসকরা এমনটাই বলছেন। কিন্তু এর ফলে কী ধরণের ক্ষতি হতে পারে আমাদের?

 
এই প্রসঙ্গে চিকিৎসা বিজ্ঞান বলছে, অতিরিক্ত পরিমানে মেসেজ লিখলে, আমাদের হাত এবং আঙুলের কাজ বেশি হয়। এর ফলে হাতের বিভিন্ন অসুখ হতে পারে। কব্জির অসুখ হতে পারে। এছাড়াও আমাদের হাত বিভিন্নরকমভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই হাতের অসুখ থেকে বাঁচতে অতিরিক্ত পরিমানে মেসেজ করা বন্ধ করুন। এছাড়া চোখের ক্ষতি হতে পারে। ঘার ব্যাথা হতে পারে। মস্তিষ্কে চাপ পড়ে।


বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর