১৯ জুলাই, ২০১৭ ২০:৫৯

এবার ঘর সাজিয়ে দিবে রোবট 'ওরি'!

অনলাইন ডেস্ক

এবার ঘর সাজিয়ে দিবে রোবট 'ওরি'!

ফাইল ছবি

তথ্য প্রযুক্তির কল্যাণে হাতের মুঠোয় এসেছে কঠিন থেকে কঠিন কাজও। মিনিটেই সম্পন্ন হয় অনেক কাজ, আবিষ্কার হচ্ছে নিত্য নতুন সব প্রযুক্তি পণ্য ও যন্ত্রপাতি। এবার রোবটের মাধ্যমেই ঘরের ফার্নিচার নিজের ইচ্ছামতো সাজিয়ে নেওয়ার প্রযুক্তি আবিষ্কার হয়েছে। 

ভয়েস কন্ট্রোলড এই রোবোটিক ফার্নিচারটিকে কখনো বিছানা হিসেবে, কখনো আলমারি আবার কখনও বা ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করা যাবে।শুধু তাই নয়, সামনে আগানো বা পেছনে যাওয়ার নির্দেশও পালন করবে এই রোবোটিক ফার্নিচার। 

পাশাপাশি ছোট ফ্ল্যাটে এক সঙ্গে একাধিক ফার্নিচার ব্যবহার করার সুবিধা দেবে এটি। যেসব জিনিস আপনার ঘরের পুরো জায়গা দখল করে রাখে সেগুলো গুটিয়ে ভিতরে রাখার কাজ করবে ফার্নিচারটি। 

'ওরি' নামের একটি অ্যাপ বা সুইচ দিয়েই এটি নিয়ন্ত্রণ করা যাবে। চলতি বছরেই একটি পাইলট প্রোগ্রামের আওতায় আবাসন ব্যবসায়ীরা ওরি সিস্টেমটটি ব্যবহার করতে পারবেন। 

এটি তৈরি করেছে এমআইটির মিডিয়া ল্যাব নামে একটি ফার্ম। ওরি সিস্টেমটির দাম কেমন হতে পারে সে সম্পর্কে ফার্মটি কোনো ধারণা দেয়নি। তবে দুটি ঘরের ফার্নিচার একটি ঘরের রাখার সুবিধাটি সস্তায় পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছে।

বিডিপ্রতিদিন/ ১৯ জুলাই, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর