২৭ জুলাই, ২০১৭ ১৫:৫৬

বিশ্ব জুড়ে 'র‍্যানসমওয়্যার' হামলা বেড়েছে ১১ শতাংশ

অনলাইন ডেস্ক

বিশ্ব জুড়ে 'র‍্যানসমওয়্যার' হামলা বেড়েছে ১১ শতাংশ

সংগৃহীত ছবি

এক বছরের ব্যবধানে বিশ্বজুড়ে র‍্যানসমওয়্যার হামলা বেড়েছে ১১ শতাংশ। এ সময় মাত্র ২৮ হাজার র‍্যানসমওয়্যার আক্রান্ত এনক্রিপ্টেড ডিভাইসের ডাটা উদ্ধার করা সম্ভব হয়েছে। 

ইউরোপের পুলিশ এজেন্সি ইউরোপল প্রকাশিত গত মঙ্গলবারের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। 

ইউরোপলের তথ্যমতে, সাইবার হামলা চালানোর জন্য র‍্যানসমওয়্যারের প্রচলন খুব বেশি দিনের নয়। ২০১২ সালের পর থেকে এ ধরনের হামলা বাড়তে শুরু করে। বর্তমানে সাইবার হামলার মাধ্যমে মুক্তিপণ হিসেবে অর্থ হাতিয়ে নিতে র‍্যানসমওয়্যার ব্যাপক পরিসরে ব্যবহৃত হচ্ছে।

ক্যাসপারস্কি ল্যাবের বিশেষজ্ঞদের তথ্যমতে, ২০১৬ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১২ মাসে এর আগের এক বছরের তুলনায় র‍্যানসমওয়্যার হামলার শিকার হওয়ার সংখ্যা ১১ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ কোটি ৩১ লাখ ৫ হাজার ৯৩১ থেকে ২ কোটি ৫৮ লাখ ১ হাজার ২৬-এ দাঁড়িয়েছে।

এমন পরিস্থিতিতে ইউরোপলের পক্ষ থেকে র‍্যানসমওয়্যার আক্রমণ থেকে নিরাপদ থাকতে হালনাগাদ কম্পিউটার সিস্টেম ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া এ ধরনের আক্রমণের শিকার হলে অবশ্যই মুক্তিপণ না দেয়ার জন্য সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেয়া হয়েছে।

বিডিপ্রতিদিন/ ২৭ জুলাই, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর