১৮ আগস্ট, ২০১৭ ১৪:৫৭

নেত্রকোনায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

“বৃক্ষ রোপন করে যে, সম্পদশালী হয় সে”এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার নেত্রকোনায় সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী।

জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়।

বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোক্তাপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গন মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় এখন পর্যন্ত বিভিন্ন ফলদ ও চারা গাছের মোট ২৬ টি স্টল বসেছে। তারমধ্যে বেসরকারি ২২টি স্টল এবং সরকারি ভাবে ৪টি স্টল অংশগ্রহন করেছে। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। 

বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর