১৯ আগস্ট, ২০১৭ ১০:৩৩

অ্যান্ডয়েড ফোন ব্যবহারকারীদের সুবিধা দিতে গুগলের উদ্যোগ

অনলাইন ডেস্ক

অ্যান্ডয়েড ফোন ব্যবহারকারীদের সুবিধা দিতে গুগলের উদ্যোগ

বিশ্বের অনেক দেশেই ইন্টারনেট ধীরগতির। এসব দেশের মুঠোফোন ব্যবহারকারীরা যাতে কম ইন্টারনেট ব্যবহার করেও সর্বোচ্চ সুবিধা পান- তার উদ্যোগ নিয়েছে গুগল। তারা নতুন একটি 'সার্চ লাইট' অ্যাপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে।

গুগল থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে শীঘ্র এ অ্যাপটি সব অ্যান্ডয়েড ফোন ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। মেমরি স্বল্পতার সমস্যাও এড়ানো যাবে এ অ্যাপটি ব্যবহারের মাধ্যমে। আপাতত ইন্দোনেশিয়া অ্যান্ডয়েড ব্যবহারকারীরা অ্যাপটি থেকে সুবিধা  পাচ্ছে। সূত্র : টেকক্রাঞ্চ

বিডি প্রতিদিন/১৯ আগস্ট, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর